সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ : সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডর পেরাবো গ্ৰামে ও তার আশেপাশের এই আতংক ছড়িয়ে পড়েছে। গত ২০ আগষ্ট রবিবার রাত আনুমানিক (৯:১০)মি কাহেনা গ্ৰামের কাসেম আলী মেম্বারের বড় ছেলে, ইয়াসিনের বাড়িতে ও রাত ২ টায়, পেরাবো গ্ৰামে মোঃফাহিম মাহমুদের বসত বাড়িতে আগুন লাগিয়ে পালিয়ে যায় আগুন সন্ত্রাসেরা।
কাহেনা গ্ৰামের তিনটি বাড়ি
আগুন লাগলে গ্ৰাম বাসির সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে আনতে পুরে ছাই হয়ে যায় বসত বাড়িটি।এতে আনুমানিক দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্ত ভুক্তভোগী।
এদিকে পেরাবো গ্ৰামে দু দিন পরপর আগুন লাগিয়ে দেয়, অজ্ঞাত আগুন সন্ত্রাসেরা। স্থানীয় এলাকা অফিসে জানায় বর্তমানে পেরাবো গ্ৰামের এটি নিত্য ঘটনা। বাড়িতে আগুন লাগানোর ফলে আসবাবপত্র সহ ঘরের ভিতরে রাখা একটি মটরসাইকেল পুড়ে যায়। ভুক্তভোগী দাবি , আনুমানিক পাঁচ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উক্ত এলাকার ভুক্তভোগী স্বপন জানান, কিছুদিন আগে তার মটর সাইকেলে ও এলাকার বিভিন্ন বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভুক্তভোগী ফাহিম মাহমুদ সোনারগাঁও থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি। উক্ত বিষয়ে তথ্য জানার জন্য, জামপুর ইউনিয়ের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য বদরুজ্জামান বধুকে মোবাইল ফোনে অনেকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে তালতলা তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী বলেন, আমরা উক্ত বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।