সোলায়মান হাসান: নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা নোয়াগাঁ ইউনিয়নের বিজয় দিবস উপলক্ষে আস্থাফিড আয়োজিত ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ৩০ শে ডিসেম্বর বিকেল ৩ ঘটিকায় অনুষ্ঠিত হয়।
স্থান আস্থাফিড ইন্ডাস্ট্রিজ লিঃ সংলগ্ন মাঠ। ফুটবল খেলার উদ্বোধন করেন, সোনারগাঁ থানা আওতাধীন তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ জাকির রাব্বানী,
সভাপতিত্ব করেন, সাইফুল ইসলাম (বাবু), পরিচালক আস্থাফিড লিঃ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামসুল আলম সামসু, চেয়ারম্যান নোয়াগাঁ ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াগাঁ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য, জহিরুল ইসলাম, রিয়াদ ফরিক, আমেনা বেগম প্রমূখ সহ আরো অনেকেই। নোয়াগাঁ একাদশকে ট্রাইবেকারের মাধ্যমে দুই – তিন গোলে পরাজিত করেন সেখকান্দি একাদশ। বিজয়ী দল সেখকান্দি একাদশকে ৩২” এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।