একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন আগামী ৬ সেপ্টেম্বর শুরু হবে। ওই দিন সকাল ১১টায় সংসদের বৈঠক বসবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাঁর সাংবিধানিক ক্ষমতা বলে অধিবেশন আহ্বান করেছেন।
করোনা সংক্রমণকালে সাংবিধানিক বাধ্যবাধকতার এ অধিবেশন সংক্ষিপ্ত সময়ের জন্য চলতে পারে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।
এর আগে জাতীয় সংসদের অষ্টম এবং চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেট অধিবেশন গত জুলাই শেষ হয়। সংবিধানের বিধান মতে সংসদের দুইটি অধিবেশনের মধ্যে ৬০ দিনের বেশি বিরত থাকার সুযোগ নেই। যার কারণে করোনা সংক্রমণ কালেও এ অধিবেশন ডাকতে হয়েছে।
Drop your comments: