বাংলাদেশি তরুণীকে যৌন নির্যাতন ও গণধর্ষণের মামলায় ১২ জনকে গ্রেফতার করেছে বেঙ্গালুরুর পুলিশ। তাদের মধ্যে ১১ জনই বাংলাদেশি।এ ঘটনায় ৫ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করে আদালতে এক হাজার ১৯ পৃষ্ঠার অভিযোগপত্রও দাখিল করেছে বেঙ্গালুরু পুলিশ।খবর-এনডিটিভির।
তবে গ্রেফতার ব্যক্তিদের নাম জানায়নি গণমাধ্যমটি। সেখানে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে ১১ জন বাংলাদেশি। আর ১২ জনের মধ্যে দুজন নারী রয়েছেন।
সিরিজ টুইটে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন বেঙ্গালুরুর পুলিশ কমিশনার কমল পন্থ। তিনি বলেন, মাত্র পাঁচ সপ্তাহের মধ্যে তদন্ত শেষ করা হয়েছে এবং আদালতে অভিযোগপত্রও দাখিল করা হয়েছে।
এসময় তদন্ত দ্রুত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিলের জন্য তদন্তকারী দলের প্রশংসা করেছেন পন্থ। তদন্তকারী দলের জন্য ১ লাখ রুপি পুরস্কার অনুমোদন দেওয়ার কথাও জানান বেঙ্গালুরুর পুলিশ কমিশনার।
উল্লেখ্য, গত মে মাসে নির্যাতনের শিকার হয় বাংলাদেশের ওই তরুণী। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তখন বলা হয়, ২২ বছর বয়সী ওই তরুণীকে নির্যাতনের পর গণধর্ষণও করা হয়েছিল।