সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় সম্মেলনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারাও। সংঘর্ষে ইট-পাটকেল ও চেয়ার ছোড়াছুড়িতে আহত হয়েছে অন্তত ৩০ জন।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিএডিসি মাঠে শুরু হয় উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিকী সম্মেলন। সেখানেই এক পর্যায়ে সংর্ষের ঘটনা ঘটে। এ সময় সভাপতিমণ্ডলীর সদস্য নুরুল ইসলাম নাহিদ ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনসহ স্থানীয় সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন সম্মেলন স্থলে।
সম্মেলনে শুরুর পর অতিথিরা মঞ্চে ওঠার পরে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বহিষ্কৃত সদস্য মোশাররফ মিয়া মিছিল নিয়ে মঞ্চের দিকে অগ্রসর হয়। এ সময় এমপি জয়া সেনগুপ্তর অনুসারীরা মোশারফকে বাধা দিলে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ। এতে আহত হয় অন্তত ৩০ জন নেতাকর্মী।
প্রায় আধাঘণ্টা হামলা ও সংঘর্ষের পর পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ফের শুরু হয় সম্মেলন।