সুদানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর সহিংসতায় প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২২০ জনে। এ ঘটনাকে বছরের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত হিসেবে আখ্যা দিয়েছে দেশটির সরকার। খবর আল জাজিরার।
গত দুই সপ্তাহ ধরেই উত্তাল নীলনদ প্রদেশ। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতে জড়িয়েছিল হুসা ও বেরতা সম্প্রদায়। গত বুধবার ভয়াবহ রূপ ধারণ করে সে সংঘাত। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াদ আল মাহি শহর। সেখানকার ঘরবাড়ি-দোকানপাটে অগ্নিসংযোগ করা হয়। নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে বলেও জানা গেছে।
অঞ্চলটির স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জানান, নিহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি বলেও দাবি করেন তিনি। প্রাণের ঝুঁকি থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে পারছেন না উদ্ধারকর্মীরা। ফলে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করছেন বহু বাসিন্দা।
Drop your comments: