পোর্ট সুদানে আটকে পড়া বাকি বাংলাদেশিদের দ্রুত জেদ্দায় আনতে জাহাজ বা বিশেষ বিমান পাঠানোর চেষ্টা অব্যাহত রেখেছে সৌদি আরব। ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ কথা জানান।
মঙ্গলবার (৯ মে) দুপুরে ঢাকায় এক অনুষ্ঠানে ঈসা বিন ইউসুফ আল দুহাইলান এ কথা জানান। তিনি বলেন, পোর্ট সুদান থেকে ৫৫১জন বাংলাদেশি নাগরিককে জেদ্দায় নিয়ে আসার জন্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে সৌদি আরব। আমরা সেখানে বিভিন্ন দেশের নাগরিকদের নিরাপদে সরিয়ে আনতে কাজ করে যাচ্ছি। বাংলাদেশিদের জন্য পোর্ট সুদানে জাহাজ বা বিশেষ বিমান পাঠানোর চেষ্টা করছি।
অনুষ্ঠানে সৌদি বাদশাহর পক্ষ থেকে ৭৫ টন খেজুর উপহার বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হয়। হজযাত্রীদের শতভাগ ইমিগ্রেশন ঢাকায় করার প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত।
Drop your comments: