আজিজুর রহমান দুলাল : সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরিফ পোড়ানোর প্রতিবাদে আলফাডাঙ্গায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুলাই) সকাল ১০টায় ফরিদপুর জেলার আলফাডাঙ্গায় উলামা -মাসায়েখ ও উপজেলার সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
আলফাডাঙ্গা উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ্ ময়দান থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মুক্তিযুদ্ধা কমপ্লেক্সে ভবনের সামনে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, সুইডেন সরকারের পৃষ্ঠপোষকতায় পবিত্র কোরআন শরীফ পোড়ানো হয়েছে বলে সকলে দাবী করেন এবং বর্তমান সরকারকে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ করতে হবে। অন্যথায় কঠোরতর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান।
এ প্রতিবাদ সমাবেশে মওলানা মুফতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে, তামিম আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেখ দেলোয়ার হোসেন , হযরত মওলানা আমজাদ হোসেন,ছাত্র নেতা তন্ময় উদ-দৌলা, হযরত মওলানা মাজহারুল ইসলাম,হাফেজ মওলানা মুফতি কুতুবউদ্দিন আহমেদ,মওলানা আবুল হাসান,হাফেজ মওলানা আহসান উল্লাহ। এ ছাড়া ও এ সময় উপজেলার বিভিন্ন ওলামা মশায়েখরা বক্তব্য দেন।