সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অবস্থান গ্রহণের কারণে বিজিবি সতর্ক অবস্থায় আছে বলে জানিয়েছেন, সীমান্তরক্ষা বাহিনীর ডিরেক্টর অপারেশন্স।
বুধবার (০৭ অক্টোবর) সকালে পিলখানায় বিজিবি সদর দপ্তরে এ বছরের ফেব্রুয়ারি থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত আভিযানিক সাফল্য তুলে ধরতে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি আরও জানান, পাকিস্তান লেখা সীমান্ত পিলার সরিয়ে সীমান্তজুড়ে বাংলাদেশ লেখা পিলার স্থাপন সম্পন্ন হয়েছে। বৈশ্বিক মহামারি করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন শ্রেণিপেশা ও বাহিনীর সদস্যরা মারা গেলেও বিজিবির কোনো সদস্য মারা যাননি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
Drop your comments: