চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার পেছনে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কি না তা তদন্ত করতে হবে। আওয়ামিলীগ সরকারের শীর্ষ অর্জন পদ্মা সেতুর উদ্বোধনের আগে এমন মর্মান্তিক ঘটনা নানা সন্দেহের জন্ম দেয়৷ একদিকে দেশের অর্থনীতিতে প্রভাব ফেলার চেষ্টা অন্যদিকে পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান বানচাল করার পায়তারা কি না তা সঠিক তদন্তের মাধ্যমে খুঁজে বেড় করা জনগণের দাবি।
সীতাকুণ্ডে মর্মান্তিক অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করে ইউএই আওয়ামী পরিবার। বৃহস্পতিবার (৯জুন) শারজার বাংলাদেশ সমিতির বঙ্গবন্ধু হলে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউএই আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা আইয়ুব আলী বাবুল সিআইপি। ইউএই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন কাউছার ও যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের সভাপতি সিআইপি মাহাতাবুর রহমান নাছির, বঙ্গবন্ধু পরিষদ শারজা কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ডা. সৈয়দ নূর মোহাম্মদ।
বক্তব্য রাখেন সাইফু উদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, এস এম শফিকুল ইসলাম শফি, মোহাম্মদ দেলোয়ার আহমেদ, শাহ মোহাম্মদ মাকসুদসহ অনেক।
বক্তারা চট্টগ্রামনাসীর মানবিক মনোভাবের জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করেন, চট্টগ্রামের জনসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছে। দুর্ঘটনা পরবর্তী সময়ে যে যেভাবে পেরেছেন সহযোগিতা করেছে৷
সবশেষে অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়৷