সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য ড. সৈয়দ মকবুল হোসেন লেচু মিয়া মারা গেছেন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ মার্চ) রাত পৌনে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সুন্দিসাইল গ্রামে ১৯৪৬ সালে জন্মগ্রহণ করেন।
জানা গেছে, লেচু মিয়া ১৯৮৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এমপি নির্বাচিত হন। ১৯৮৬ সালে এরশাদ সরকারের বিরোধিতা করে সংসদ সদস্যের পদ থেকে পদত্যাগ করেন। ২০০১ সালে তিনি নুরুল ইসলাম নাহিদকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। একসময় সৈয়দ মকবুল হোসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ১৯৯১ সালের পর তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। ১৯৯১ ও ২০০৮ সালে স্বতন্ত্র এবং ১৯৯৬ সালে বিএনপির প্রার্থী হিসেবে সিলেট-৬ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।