তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অদ্য বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, পিপিএম মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার ২০২১-২২ অর্থ বছরের দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরিদর্শন করেন।
বৃহস্পতিবার বিকেলে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি’কে সালামি প্রদান করে।
সালামি গ্রহণ শেষে ডিআইজি পুলিশ সুপারের কার্যালয়ের হিসাব শাখার সরকারি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং হিসাব শাখার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এরপর ডিআইজি সদর ট্রাফিক অফিস এবং সদর পুলিশ ফাঁড়িতে চলমান নির্মাণকাজ পরিদর্শন করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহসীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান এবং মৌলভীবাজার সদর ট্রাফিক অফিস ও সদর মডেল থানার পুলিশ অফিসারবৃন্দ।