তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট বিভাগে মোট ১৯টি সংসদীয় আসনের জন্য বিএনপির দলীয় প্রার্থী ঘোষণা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। প্রতিটি আসনে ৪ থেকে ৮ জন করে নারী–পুরুষ প্রার্থী মনোনয়ন প্রত্যাশা জানিয়েছেন। এ নিয়ে কেন্দ্রে চলেছে দীর্ঘ আলোচনা ও পর্যালোচনা।
বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ একাধিকবার মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বৈঠক করেন। সর্বশেষ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৃহত্তর বাংলাদেশ অঞ্চলের নেতাদের পাশাপাশি সিলেট বিভাগের ১৯টি আসনের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে দুই দফায় ভার্চুয়াল বৈঠক করেন। এসব বৈঠকে তিনি আসন্ন নির্বাচনে অংশগ্রহণের কৌশল ও প্রার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে অংশ নেওয়া মনোনয়নপ্রত্যাশীরা তারেক রহমানের নেতৃত্ব ও দিকনির্দেশনায় সন্তুষ্টি প্রকাশ করেছেন।
সূত্র আরও জানায়, আজ বা কালকের মধ্যেই সারা দেশের মতো সিলেট বিভাগের ১৯টি আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হতে পারে। এ নিয়ে সিলেট বিভাগের বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে গভীর আগ্রহ ও প্রত্যাশা।
তারা আশা করছেন, স্ট্যান্ডিং কমিটি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত অনুযায়ী একক প্রার্থী ঘোষণা করা হলে মাঠপর্যায়ের কর্মীরা নতুন উদ্যমে নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন।
