আবুল কাশেম রুমন,সিলেট: সিলেট নগরীর কাজলশাহস্থ মেডিকেল রোড এলাকায় ছড়া ও খাল উদ্ধার করা হয়েছে সিসিকের পক্ষ থেকে। স্থানীয় ও ব্যবসায়ীরা দীর্ঘ দিন থেকে অবৈধ ভাবে এই ছড়ার দু’ দিকেই স্থাপনা তৈরি করে অবাধে ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
এই অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে ১৫ মার্চ সোমবার সিলেটের সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ ও স্থানীয় কাউন্সিলের উপস্থিতিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অবৈধ স্থাপনা উচ্ছেদকালে উপস্থিত ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর এ কে এম লায়েক, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী শামসুল হক পাটোয়ারি, সহকারি প্রকৌশলী সেলিম মিয়া, সার্ভেয়ার বেনু শর্মা, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, উপ-সহকারি প্রকৌশলী জাবেদ আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তার বিপন কুমার সিংহ, ছাড়ারও প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।