সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট ২৩ মে থেকে শুরু হবে। সিলেটের হজযাত্রীদের দুর্ভোগ বিবেচনায় নিয়ে এবার সরাসরি ৭টি ফ্লাইট ছাড়া হবে। এর মধ্যে সিলেট-জেদ্দা রুটে ৬টি ও সিলেট-মদিনা রুটে একটি ফ্লাইট রয়েছে। মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট অফিসের ব্যবস্থাপক মনসুর আহমদ বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র জানায়, এই বছর সিলেটে হজযাত্রী দ্বিগুণ হওয়ায় সিলেট থেকে বাড়ানো হয়েছে হজ ফ্লাইট। সিলেট অঞ্চলের ২ হাজার ৯৭৬ জন হজযাত্রী পরিবহণের জন্য ৭টি ফ্লাইট পরিচালিত হবে। ২৩ মে ছাড়াও অন্য ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে ৩ জুন সিলেট-মদিনা, ৬, ১০, ১৭, ১৮ ও ২০ জুন সিলেট-জেদ্দা।
হজ এজেন্সিস অব বাংলাদেশ (হাব) সিলেটের জিয়াউর রহমান খান রেজওয়ান বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাছে আমরা সরাসরি হজ ফ্লাইটের দাবি জানিয়েছিলাম। সরাসরি ৭টি হজ ফ্লাইট নিঃসন্দেহে সিলেটবাসীর জন্য আনন্দের। এটা হলে সিলেটের হজযাত্রীদের আর ঢাকায় যেতে হবে না। ফলে দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।