
মঙ্গলবার (২৯ মার্চ) সিলেট জেলা বিএনপির সম্মেলন শেষে কাউন্সিল অধিবেশন শুরু হয়। কাউন্সিল অধিবেশনে ভোট দেন ১৮ ইউনিটের ১৮১৮ কাউন্সিলরের মধ্যে ১৫৬০ জন। তাদের গোপন ভোটের মাধ্যমে কমিটির তিন শীর্ষ নেতা নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে ৮৬৮ ভোট পেয়ে নিবাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক পদে ৭৯৮ ভোট পেয়ে বিজয়ী হন এমরান আহমদ চৌধুরী আর সাংগঠনিক সম্পাদক পদে মো. শামীম আহমদ ৬২৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
এমন তথ্য ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল গফফার।
সিলেট জেলা বিএনপির কাউন্সিলে ৩ পদে লড়েছেন ৯ জন। সভাপতি পদে আব্দুল কাইয়ুম চৌধুরী ও আবুল কাহের চৌধুরী (শামীম), সাধারণ সম্পাদক পদে আ. ফ. ম কামাল, আলী আহমদ, অ্যাডভোকেট ইমরান আহমদ চৌধুরী ও মো. আব্দুল মান্নান এবং সাংগঠনিক সম্পাদক পদে অ্যাডভোকেট এম মুজিবুর রহমান মুজিব, লোকমান আহমদ ও মো. শামিম আহমদ। এবারের কাউন্সিলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সভাপতি পদে প্রার্থিতা ঘোষণা করেছিলেন। তবে কেন্দ্রের একরকম চাপে তিনি সংবাদ সম্মেলন করে প্রার্থিতা প্রত্যাহার করেন।