বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নাসির উদ্দিন খান। এই পদে আর কেউ মনোনয়নপত্র জমা দেননি। তিনি জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেন নাসির উদ্দিন খান। এরপর বেলা ৩টা পর্যন্ত চেয়ারম্যান পদে আর কোনও প্রার্থী মনোনয়ন জমা দেননি।
বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা নির্বাচনি কর্মকর্তা শুকুর মজিদ মিঞা জানান, আওয়ামী লীগের প্রার্থী নাসির উদ্দিন খান ও স্বতন্ত্র প্রার্থী ড. এনামুল হক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র সংগ্রহ করলেও এনামুল মনোনয়ন জমা দেননি।
তিনি জানান, সংরক্ষিত পাঁচটি মহিলা ওয়ার্ডে ১৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছে ১৭ জন। এ ছাড়া ১৩টি পুরুষ সাধারণ ওয়ার্ডে ৬৯ জন প্রার্থী মনোনয়ন সংগ্রহ করলেও জমা দিয়েছেন ৫৫ জন।