সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক নারী। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ওই চার সন্তানের জন্ম দেন মমতা দেবি (২৭)। তিনি সুনামগঞ্জের সত্যরঞ্জন দেবনাথের স্ত্রী। জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দু’জন মেয়ে ও দু’জন ছেলে।
জানা গেছে, ২০১৬ সালে বিয়ে করেন সত্যরঞ্জন ও মমতা। তাদের পাঁচ বছর বয়সের আরও একটি কন্যা সন্তান রয়েছে। পিতা সত্যরঞ্জন স্থানীয় একটি দোকানে ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। সন্তানরা বড় হয়ে দেশের সেবা করবে এমন প্রত্যাশা তার।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, আপাতত চার শিশু ও মা সুস্থ আছে। তবে পরবর্তীতে যাতে কোনো জটিলতা তৈরি না হয় তাই নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে শিশুদের।
Drop your comments: