আব্দুল্লাহ আল শাহীন, সিলেট থেকে ফিরেঃ বাংলাদেশের প্রবাসী অধ্যুষিত জেলা সিলেটে বিদেশগামী যাত্রীদের করোনা টেস্টের জন্য রেজিস্ট্রেশন করতে হচ্ছে সিভিল সার্জন অফিসের একটি পরিত্যক্ত ভবনে।
গত ১১ ফেব্রুয়ারী সকাল ৯ টায় সরজমিনে গিয়ে দেখা যায় দৃষ্টিনন্দন সিভিল সার্জন অফিসের পাশে একটি ভবনের সামনে বিভিন্ন বয়সের প্রায় দুই শতাধিক মানুষের ভীড়। এসেছেন বিদেশ যাত্রার জন্য করোনা টেস্টের টাকা জমা ও রেজিস্ট্রেশন করে সিরিয়াল গ্রহণ করতে। উপস্থিত যাত্রীরা জানান, “অফিস খুলবে ১০ টায় অথচ সকাল ৮টা থেকেই এই পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে আছি।” সকাল সকাল আসার কারণ জানতে চাইলে তারা বলেন, ‘আগে আসলে আগে যাওয়া যাবে সেই আশায়।’
এদিকে দৃষ্টিনন্দন ভবন রেখে পরিত্যক্ত ভবনের বাহিরে দাঁড়িয়ে রেজিস্ট্রেশন করার কারণে ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, প্রবাসীদের রেমিট্যান্স দিনদিন বৃদ্ধি পেলেও প্রবাসীদের অবহেলা করা বন্ধ হচ্ছে না। এতোক্ষণ একটা জায়গায় দাঁড়ানো বেশ কষ্টসাধ্য ব্যাপার। প্রবাসীরা আরও জানান, সিভিল সার্জন অফিসের গেটে থাকা দালালদের কাছ থেকে বিনামূল্যের ফরম ক্রয় করতে হচ্ছে ১০-২০ টাকায়। দালালরা টাকার বিনিময়ে যাত্রীদের দ্রুত রেজিস্ট্রেশনও দিচ্ছে।
এসব অনিয়ম ও পরিত্যক্ত ভবনের সামনে দাঁড়িয়ে থাকার প্রতিবাদ জানিয়ে দ্রুত সমাধান চেয়েছেন সিলেটের বিদেশগামী যাত্রীরা।
উল্লেখ্য, আগেরদিন যাত্রীরা সিভিল সার্জন অফিস থেকে রেজিস্ট্রেশন করে পরের দিন সকাল ১০টায় এই সিরিয়ালে এম এ মুহিত ক্রীড়া কমপ্লেক্স গিয়ে টেস্ট করেন।