রাস্তা পার হতে গিয়ে সিলেটের ওসমানীনগরের তাজপুরে প্রাইভেটকার চাপায় মা ও ছেলে নিহত হয়েছে।
রোববার (১০ সেপ্টেম্বর) রাতে ঢাকা-সিলেট মহাসড়কের তাজপুর এলাকার ইলাশপুরস্থ ভার্ড চক্ষু হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত হন স্থানীয় সালমা বেগম ও তার ছেলে আব্দুল কাইয়ুম। তারা ভার্ড চক্ষু হাসপাতালের পাশে একটি বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, রাস্তা পার হতে গিয়ে বেপরোয়া গতির একটি প্রাইভেট কারের নিচে চাপা পড়েন তারা। এ সময় ঘটনাস্থলেই নিহত হন দু’জন। পরে তাদের মরদেহ উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
Drop your comments: