তিমির বনিক, মৌলভীবাজার থেকে: চা-বাগান ও পাহাড়ে ঘেরা, হাওর অধ্যুষিত জেলা মৌলভীবাজারে বইছে হিমেল হাওয়া। শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের কর্মকর্তা আনিসুর রহমান জানিয়েছেন আজ সোমবার (৩১ জানুয়ারি) সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস। আজ তেঁতুলিয়াতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে- মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোর অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে।
এদিকে টানা কয়েক দিন ধরে কনকনে শীত ও হিমেল হাওয়ার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। শীত ঝেঁকে বসায় বিপাকে পড়ছেন নিম্ন আয়ের মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন হাওরাঞ্চলের কৃষক ও চা শ্রমিকগন।
তীব্র শীতে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগের প্রাদুর্ভাব। প্রতিদিন হাসপাতালে শিশু ও বয়স্কদের নিয়মিত ভর্তি অব্যাহত রয়েছে। প্রায় মানুষই জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে ভোগছে।
জেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে সরকারের পক্ষে জেলা ও উপজেলা প্রশাসন, স্থানীয় সংসদ সদস্য ও জনপ্রতিনিধিগণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অব্যাহত আছে। তবে মানুষের চাহিদা থেকে বিতরণকৃত থেকে চাহিদা অনেক বেশি।
এদিকে ঢাকা আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানিয়েছেন- আজ সোমবার (৩১ জানুয়ারি ২০২২) তেঁতুলিয়াতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, রংপুর ও রাজশাহী বিভাগে শৈত্যপ্রবাহ বইছে। একই সঙ্গে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মৌলভীবাজার, ফরিদপুর, রাঙামাটি ও যশোরের এ অঞ্চলে শৈত্য প্রবাহ চলমান রয়েছে, যা অব্যাহত থাকবে। আজ রাজধানীতে ১২.৬ ডিগ্রি সেলসিয়াস এবং তেঁতুলিয়াতে সর্বোনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, দেশের চলমান আবহাওয়া পরিস্থিতি এইভাবে আরও দুই থেকে তিনদিন চলবে। আগামী ৪ ফেব্রুয়ারি বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে। সে অনুযায়ী ৪ ফেব্রুয়ারির আগে তাপমাত্রা একটু বাড়বে। বৃষ্টির পর পর শৈত্য প্রবাহের অঞ্চলগুলোতে শীত কমে আসবে বলে জানান।