করোনা আক্রান্ত সিলেটের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকালে তাকে চেকআপের জন্য সিলেটের করোনা আইসোলেশন সেন্টার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিলো। এ সময় তার শারীরিক অবস্থার অবনিত হওয়ার কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানিয়েছেন- হাসপাতালে আনার পর তার শ্বাসকষ্ট বেড়ে যায়। একই সঙ্গে জ্বরও রয়েছে। শরীর দুর্বলও। এ কারনে তাকে হাসপাতালের একটি কেবিনে ভর্তি রাখা হয়েছে।
শুক্রবার রাতে ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষার পর করোনা পজেটিভ আসে কামরানের।
তার স্ত্রী আসমা কামরানও ২৭ মে করোনা আক্রান্ত হন। এরপর থেকে কামরান নিজ বাসাতেই ছিলেন। এদিকে- কামরানের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার বড় ছেলে আওয়ামী লীগ নেতা আরমান আহমদ শিপলু।