অনলাইন ডেস্কঃ সামাজিক দূরত্ব বজার রেখে সিলেটের মসজিদে জুমার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
শুক্রবার (৮ মে) বেলা দেড়টায় দীর্ঘদিন পর সাধারণ মুসল্লিরা মসজিদে জামাতে জুমার নামাজ আদায় করার সুযোগ পেলেন।
মসজিদে জামাতে নামাজ আদায়ের সুযোগ পেয়ে সিলেটের প্রতিটি মসজিদে ভিড় করেন মুসল্লিরা। হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে এক সঙ্গে জুমার নামাজ আদায় করেন হাজারো মানুষ। নগরের প্রতিটি মসজিদে মুসল্লিদের প্রবেশ ও অজু করার ক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সংক্রমণ প্রতিরোধে সাবান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে দেখা গেছে।
এর আগে শুক্রবার সকাল থেকেই নগরের প্রতিটি মসজিদ কমিটির উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্ন ও জীবাণুনাশক সামগ্রী দিয়ে মসজিদগুলো ধোয়ামোছা করা হয়।
হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন মসজিদে নামাজ পড়তে আসা তানভীর নামে একজন মুসল্লি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনেই মসজিদে নামাজ আদায় করা হয়েছে। করোনা নিয়ে ভয় থাকলেও মসজিদে নামাজ পড়তে এসেছি। কারণ মসজিদ আল্লাহর ঘর।
উল্লেখ , গত ২৩ এপ্রিল ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ, জুমা এবং রমজান মাসের তারাবির জামাত সীমিত আকারে আদায়ের জন্য নির্দেশনা দেয়। গতকাল বৃহস্পতিবার (৭ মে) জোহরের ওয়াক্ত থেকে মসজিদে জামাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার অনুমতি দেয় সরকার।