নুরুল আলম, গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মেকডুয়েল মদসহ কাউছার মিয়া নামে এক জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
ধৃত আসামী উপজেলার বিছনাকান্দি ইউনিয়নের বগাইয়া গ্রামের আনছার আলীর ছেলে কাউছার মিয়া (২০)। পলাতক আসামী বগাইয়া (লিডার বস্তি) গ্রামের আক্কাস আলীর ছেলে পারভেজ মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টার সময় গোয়াইনঘাট থানার এসআই এনামুল হাসান ও এএসআই নয়ন রায় সঙ্গীয় ফোর্সসহ ডিউটি করাকালিন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বগাইয়া গ্রামে অভিযান চালিয়ে দুটি বস্তায় ভর্তি করে নিয়ে যাওয়ার সময় ৯০ বোতল ভারতীয় মেকডুয়েল মদসহ কাউছার মিয়াকে গ্রেপ্তার করা হয়।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া দৌড়ে পালিয়ে যায়।
এ বিষয়ে গোয়াইনঘাট থানার (ওসি) কে এম নজরুল সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের অভিযানে ৯০ বোতল ভারতীয় মেকডুয়েল মদসহ কাউছার মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী পারভেজ মিয়া পালিয়ে যায়। ধৃত আসামী ও পলাতক আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। ধৃত কাউছার মিয়াকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে ।