আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউট সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ১০ম জেলা স্কাউট সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সরকারি হাজী কোরপ আলী মেমোরিয়াল কলেজ মাঠে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বাংলাদেশ স্কাউটের সিনিয়র অ্যাডভাইজার মোহসীন।
এবছর জেলায় মোট ৯৬টি বিদ্যালয় ১০ম জেলা স্কাউট সমাবেশে অংশগ্রহণ করে। এ সমাবেশ ১৬ই মার্চ থেকে ২০ই মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্কাউটসের সিরাজগঞ্জ জেলা শাখার কমিশনার ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রেজুয়ানুল, কামারখন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা প্রমূখ।