আবু তালহা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চৈত্রহাটি এলাকায় র্যাব-১২ এর অভিযানে গাঁজাসহ আব্দুর রাজ্জাক (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আব্দুর রাজ্জাক সলঙ্গা থানার চৈত্রহাটি গ্রামের নছিরুল্লাহ প্রামানিকের ছেলে।
বুধবার (২৩ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে গোপন সাংবাদের ভিত্তিতে র্যাব-১২ এর স্পেশাল কোম্পানীর আভিযানিক দল। মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক কারবারি আব্দুর রাজ্জাকের নিজ বাড়ীতে ২ কেজি ৮২০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।
মাদক ব্যবসায়ী আব্দুর রাজ্জাক দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।