আবু তালহা,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য মজুদ এবং বিপণন এর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার জামতৈল বাজার এলাকায় লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য দোকানে উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুই ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করে।
উপজেলার জামতৈল বাজারের লাইসেন্স বিহীন মৎস্য ও পশু খাদ্য ব্যবসায়ী আইয়ুব আলিকে ১ হাজার টাকা ও জহুরুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমা খাতুন জানান, মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন ২০১০ এর ধারা ৪ অনুযায়ী লাইসেন্স ব্যাতিত মৎস্য ও পশু খাদ্য বিপণন করায় দুইটি পৃথক মামলায় দুই ব্যাবসায়ীকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।
এসময় ভারপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ফরহাদ হোসেন চৌধুরী, উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার গোলাম হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন ।