![InShot_20220802_122931536](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220802_122931536-scaled.jpg)
আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চরটেংরাইল নির্মানাধীন বিদ্যুতের সাব স্টেশনে কাজ করার সময় জমসের আলী (৪০) নামের এক শ্রমিক বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু বরণ করেন।
মঙ্গলবার (২ আগষ্ট) দুপুর ১২ টার দিকে চরটেংরাইল নির্মানাধীন সাব স্টেশনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান এসময় স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধার করে খোকন মেমোরিয়াল হসপিটালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত জমসের আলী কুড়িগ্রাম জেলার রাজারহাট থানার পান্তাপাড়া গ্রামের মৃত ফজল উদ্দিন এর ছেলে।
এঘনায় নাম প্রকাশে অনিচ্ছুক বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক জানান কোন ধরনের সেফটি কার্ড ছাড়াই আমাদের কাজ করার ছিল তার কারণে এমন ঘটনা ঘটেছে।
কামারখন্দ উপজেলার খোকন মেমোরিয়াল হসপিটালে কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া জান্নাত জানান, বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে এখানে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছে।
এবিষয়ে কামরখন্দ বিদ্যুৎ অফিসের এজিএম কামরুজ্জামান বলেন, আমাদের নির্মানাধীন সাব স্টেশন টিতে ৩৫০ ভোল্ট কারেন্ট পরিবাহি রয়েছে সেটার সাথে শক লেগে হয়তো তার মৃত্যু হয়েছে। কাজটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে তারা তাদের মতো কাজ করছে শ্রমিকদের সেফটি কার্ড যদি নিশ্চিত করতে না পারে এটার সম্পূর্ণ দায়-দায়িত্ব ঠিকাদারি প্রতিষ্ঠানের। শ্রমিকদের নিজ দায়িত্বে সেফটি ব্যবহার করা উচিত তারপরও আমরা বিষয়টি খতিয়ে দেখছি।