সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় সিরাজগঞ্জ বগুড়া মহাসড়কে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সোমবার (১৪ অক্টোবর) রাত্রি ৮ ঘটিকায় এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে৷
নিহত ব্যক্তি শাহজাদপুর উপজেলার কুরশী গ্রামের বাসিন্দা মোঃ কাশেম আলীর ছেলে মোঃ আকবর আলী।
এই দূর্ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন৷ উপস্থিত প্রত্যক্ষদর্শীর তাদের তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। তাদের অবস্থা আশঙ্খাজনক। আহতরা হলেন,মো: আবু তালেব (২৬), পুলক কুমার (২৪), আব্দুল কাইয়ুম (৫০), মো: জাহিদুল ইসলাম (২৩), মো: রাশেদ (৩০), রাতুল (২২)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জগামী একটি প্রাইভেটকার ও নলকাগামী একটি সিএনজি সরাসরি সংঘর্ষে এই ভয়াবহ দূর্ঘটনা হয়।
কামারখন্দ থানার এসআই আব্দুর রব জানান, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে এসে তদন্ত করেছি৷ সড়ক চলাচলের জন্য গাড়িগুলো নিরাপদ স্থানে নেওয়া হয়েছে। নিহত ও আহত ব্যক্তির পরিবারে খোঁজ দেওয়া হয়েছে।