সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঋতু পরিবর্তনের কারণে হঠাৎ গরম বেড়ে যাওয়ায় সিরাজগঞ্জের কামারখন্দে ডায়রিয়ার প্রকোপ শুরু হয়েছে। গত কয়েক দিনের গরমে ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ নানা বয়সের মানুষ।
কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, গত ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ডায়ারিয়া আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন শতাধিক রোগী। গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর চাপ বেড়েছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ জন ডায়রিয়ার রোগী চিকিৎসা নিচ্ছেন।
আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) এম এম সুমন জানান, রমজান মাসে মানুষ তেলে ভাজা ইফতার সামগ্রী খাচ্ছে এসব নানা কারনেই বিভিন্ন পেটেরে পীড়া দেখা দিচ্ছে। ফলে ডায়েরারি রোগীর আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন বর্হি বিভাগ থেকে রোগীদের চিকিৎসা দেয়া হচ্ছে। যা বেশি অসুস্থ্য তাদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে এবং চিকিৎসার করে সুস্থ হয়ে বাড়ি ফিরছন৷
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইব্রাহিম বলেন, এবার ডায়রিয়া রোগী গত কয়েক বছরের তুলনায় অনেক বেশি। রোগী আসছে প্রতি মুহূর্তে। সাধ্যমতো তাদের সেবা দেয়া হচ্ছে। হাসপাতালে স্যালাইন সহ ঔষুধের সংকট নেই। রোগীদের অভিযোগের বিষয়ের সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। চিন্তার কোন কারণ নেই।