সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় দীপ কুমার ভৌমিক (২০) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা গোজা ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত দীপ কুমার ভৌমিক জেলার সলঙ্গা থানার ঘুড়কা ইউনিয়নের মধ্য ভরমোহনী গ্রামের শ্রী কেষ্টপদ ভৌমিকের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি ট্রাক কলেজছাত্র দীপকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহতের মরদেহ পরিবারের লোকজন বাড়িতে নিয়ে গেছে।
Drop your comments: