সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে অজ্ঞাত যানবহন চাপায় মোটরসাইকেল আরোহী ফিরোজ মিয়া (৩৭) নিহত হয়েছে। নিহত মোটরসাইকেল আরোহী রংপুরের পীরগাছা থানার বিঘটারি গ্রামের আব্দুল মান্নানের ছেলে।
শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, মোটরসাইকেল নিয়ে ফিরোজ মিয়া ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। এসময় হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে রায়গঞ্জ উপজেলার কামারপাড়া ব্রিজ এলাকায় পৌছালে অপ্সাত যানবহন তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফিরোজ মিয়া মারা যায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও মরদেহ উদ্ধার করা হয়েছে।
Drop your comments: