আবু তালহা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কামারখন্দে অটো ভ্যানের ধাক্কায় রুকসানা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলার চর কামারখন্দ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রুকসানা চর কামারখন্দ এলাকার রফিকুল ইসলাম তুফানের মেয়ে।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের পাকা রাস্তার মোড়ে দাঁড়িয়ে খেলা করছিলেন রুকসানা। হঠাৎ দৌঁড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় অটোভ্যানের সাথে ধাক্কা লেগে পড়ে যায়। ধাক্কা খাওয়ার পরে শিশুটি উঠে দাঁড়ানোর চেষ্টা করলে আবার পড়ে যায়। তখন স্থানীয়দের সহযোগীতায় তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে অবস্থা গুরুতর হলে ওই অটোভ্যানেই শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তাঁর মৃত্যু হয়।
কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, চর কামারখন্দ এলাকায় অটোভ্যানের ধাক্কায় এক শিশু মারা যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। অভিভাবকদের কোন অভিযোগ না থাকায় লাশটি দাফন করতে বলা হয়েছে।