নেছারুল ইসলাম, বরিশাল প্রতিনিধিঃ বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)- এর বরিশাল কার্যালয়ের অভ্যন্তরে গত শুক্রবার বিনা অনুমতিতে ৬/১০ ইঞ্চি গভীর নলকূপ স্থাপনের সময় বরিশাল সিটি কর্পোরেশন অভিযান পরিচালনা করে মালামাল জব্দ করে। বরিশাল সিটি কর্পোরেশন এ অভিযানের মাধ্যমে নলকূপ স্থাপনে ব্যবহৃত ৪ ইঞ্চির মোট ৪৯ টি বোড়িং পাইপ ও একটি কম্প্রেসার মেশিন জব্দ করে।
বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস বলেন, বিসিক অভ্যন্তরে বরিশাল সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়া গভীর নলকূপ স্থাপনের কাজ চলছে এরকম খবরে কর্পোরেশনের পানি সরবরাহ শাখার দায়িত্বশীল ব্যক্তিবর্গ শুক্রবার সন্ধ্যায় সেখানে যায়। তারা সেখানে গিয়ে নিশ্চিত হয় নলকূপ স্থাপনে সিটি কর্পোরেশনের অনুমতি নেয়া হয়নি। এরপর বিনা অনুমতিতে নলকূপ স্থাপনে ব্যবহৃত মেশিন ও মালামাল জব্দ করে। নিয়মানুযায়ী কর্পোরেশনের অনুমতি নিয়ে গভীর নলকূপ স্থাপনের জন্য সকলের প্রতি আহবান জানান বিসিসির এই কর্মকর্তা।