সিইসিকে অসুস্থ বললেন চরমোনাই পীর
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালকে অসুস্থ আখ্যায়িত করে তার পদত্যাগ দাবি করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সকালে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে নির্বাচন কমিশন কার্যালয় অভিমূখে ইসলামী আন্দোলনের গণমিছিলে প্রধান অতিথি হিসেবে মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম একথা বলেন। তিনি বলেন, অসুস্থ নির্বাচন কমিশন দিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট করা সম্ভব নয়। সরকারকে পদত্যাগ করে অবিলম্বে জাতীয় সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান তিনি। বলেন, মানুষের কল্যাণের জন্য রাজপথে নেমেছেন ইসলামী আন্দোলনের নেতারা। কর্মসূচিতে প্রশাসন বাধা দিচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, ধৈর্য্যের বাঁধ যখন ভেঙে যাবে তখন এ বাধা কোনো কাজে আসবে না।
Drop your comments: