মহাকাশ ভ্রমণে যাওয়ার স্বপ্নে যারা বিভোর তাদের জন্য সুবর্ণ সুযোগ। চাইলেই যে কেউ মহাকাশ ভ্রমণে যেতে পারবেন।
স্পেসফ্লাইট সংস্থা ভার্জিন গ্যালাক্টিক টিকিট বিক্রির ঘোষণা দিয়েছে গত বৃহস্পতিবার। ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে এই সংস্থার টিকিট সংগ্রহ করতে পারবেন ভ্রমণইচ্ছুরা। সিএনএন-এর প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভার্জিন গ্যালাক্টিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল কলগ্লাজিয়ার জানিয়েছেন, মহাকাশ পর্যটনে অনেকের আগ্রহ বাড়ার পর কোম্পানি তাদের কার্যক্রম পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০২২ সালে তারা মহাকাশ’কেন্দ্রিক পুরোপুরি ব্যবসা চালু করতে চায়।
প্রতিষ্ঠানটি একক সিট, প্যাকেজ ও সম্পূর্ণ ফ্লাইট বিক্রির মতোও সুযো’গ সুবিধা রাখবে বলে জানা গেছে।
আগে এলে আগে পাবেন ভিত্তিতে তাদের সামনের ফ্লাইটগুলোর সিট বুকিং করা হবে বলে জানা গেছে।
তা ছাড়া নতুন গ্রাহক’দের জন্য আলাদা তালিকা তৈরির মাধ্যমেও সিট বুকিং করা হবে।