করোনা পরীক্ষায় দুর্নীতি অনিয়মের দায়ে অভিযুক্ত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মালিক একজন বিএনপি নেতা বলে উল্লেখ করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ সোমবার দুপুরে ‘ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম’ এর সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, স্বাস্থ্যখাতে অনিয়ম দুর্নীতি রোধে সরকারের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবেই হাসপাতালগুলোতে এমন অভিযান চলছে। সরকার সমর্থকরাও এই অভিযানে ছাড় পাচ্ছে না। দুর্নীতি যেই করুক ছাড় পাবেন না বলে জানান তথ্যমন্ত্রী
প্রসঙ্গত, করোনা পরীক্ষায় অনিয়মের অভিযোগে গতকাল রোববার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় হাসপাতালের উপ-পরিচালকসহ দুইজনকে গ্রেফতার ও দুই লাখ টাকা জরিমানা করা হয়।
Drop your comments: