বিশ্বে প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে। রবিবার বার্তা সংস্থা এএফপি’র পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
এএফপি’র হিসাব অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত ২ কোটি ৫০ লাখ ২৯ হাজার ২৫০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে মারা গেছেন ৮ লাখ ৪২ হাজার ৯১৫ জন।
বিশ্বের মোট আক্রান্তের ৪০ শতাংশ রোগীই যুক্তরাষ্ট্রে এবং ব্রাজিলের। বিশ্বের এই দুইটি দেশে সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।