খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি, সাবেক এমপি ও ভাষাসৈনিক এম নুরুল ইসলাম দাদু ভাই আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। আজ বুধবার সকাল ৮টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দাদু ভাই ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এম নুরুল ইসলাম দাদু ভাই ১৯৩৪ সালের ২রা মে খুলনায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম ডা. খাদেম আহমেদ ও মা মরহুমা আছিয়া খাতুনের ৬ ছেলে ও ১ মেয়ের মধ্যে জ্যেষ্ঠ সন্তান তিনি।
Drop your comments: