সাদেক রিপন, কুয়েত থেকেঃ কুয়েতে থাকা অবৈধ অভিবাসীদের জন্য এপ্রিল মাসে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেশটির সরকার। এরপর প্রায় ৫ হাজার অবৈধ অভিবাসী বাংলাদেশি নিবন্ধন করেছে।
এরমধ্যে মঙ্গলবার একটি ফ্লাইটে প্রায় ৩শত প্রবাসী দেশে ফিরছেন। বুধবার আরও প্রায় ৩শত প্রবাসী দেশে ফিরবেন।
এরপর ১৬, ১৭, ২১ ও ২২ মে আরও ১ হাজার ৮শ প্রবাসীর দেশে ফেরার কথা রয়েছে। সাধারণ ক্ষমায় নিবন্ধনকৃত প্রবাসীদের বিমান টিকেট ও থাকা খাওয়া কুয়েত সরকার বহন করছে।
এসব প্রবাসী পুনরায় নতুন ভিসায় কুয়েতে আসতে পারবে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদুত এস এম আবুল কালাম বলেন, সাধারণ ক্ষমার আওয়তায় নিবন্ধনকৃত প্রবাসীদের আমরা যত দ্রুত দেশে পাঠানো যায় সেই চেষ্টা করছি।
Drop your comments: