আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলার কুখরালীতে একটি আম বাগান থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ওসি (তদন্ত) মো: বুরহানউদ্দিন জানান, বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা শহরের কুখরালীতে ফুলতলা এলাকায় ঝুলন্ত এই মরদেহ পাওয়া যায়। নিহত গৃহবধূর নাম জেসমিন আরা (৩৬)।
এই গৃহবধু সদর উপজেলার কুশখালী গ্রামের বীর মুক্তিযোদ্ধা ইসহাক আলী গাজীর কন্যা ও গড়েরকান্দা এলাকার মো.ওবায়দুলাহর স্ত্রী। সকালে বাড়ির পার্শ্ববর্তী আম বাগানে একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জেসমিনের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। এই গৃহবধুর দুটি পুত্র সন্তান আছে।
পরিদর্শক বুরহান জানান, এটি আত্মহত্যা না হত্যা তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট এর জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।