আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কিছু অসাধু মানুষ এই মাটিকে সোনা মনে করে রাতের আধারে বিক্রি করছে শত শত ট্রাক।সাতক্ষীরা পৌরসভার খড়িবিলে সরকারি খাস খতিয়ানের প্রায় ৬০০ বিঘা জমিতে এখন চলছে তুঘলকি কান্ড। সেখানে জেলা পর্যায়ের এক কর্মকর্তার নাম ভাঙিয়ে সরকারি জমি লিজ দেওয়া হচ্ছে।
সূত্র জানায়, বিলের সরকারি খাস খতিয়ানের জমি সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক আবুল কাশেম মো: মহিউদ্দিন ভূমিদস্যুদের কবল থেকে মুক্ত করার উদ্যোগ নেন। এরপর থেকে ওই জমি সরকারের পক্ষে জেলা প্রশাসন দখল নেয়। যদিও জমি সংক্রান্ত একটি মামলা চলমান আছে বলে জানা গেছে। এদিকে, এ সুযোগে বিলে চলছে জমি লিজ ও মাটি বিক্রির হিড়িক। কথিত মিল জাহাঙ্গীর ও মিঠু নামের যুবকের কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়ে সরকারি জমিতে মাটি কাটার সুযোগ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। সন্ধ্যা থেকে শুরু করে ভোর রাত পর্যন্ত চলে এ মাটি কাটার কাজ। এখন প্রতিরাতে ট্রাক গুনে টাকা নেওয়া হচ্ছে।
প্রতিরাতে শতাধিক ট্রাকে মাটি বেঁচা কেনা হচ্ছে সেখানে। এলাকাবাসি জানায়, স্থানীয় প্রশাসন বিল আবাদানির সরকারি জমিতে ইকোনোমিক জোন তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দিয়েছেন। যদি ইকোনোমিক জোন বাস্তবে রুপ নেয়, তাহলে এখানে পাহাড় সমান মাটি লাগবে। এঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও যেন দেখার কেউ নেই। এব্যাপারে এলাকাবাসি জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।