আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে সহকারী প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করেছে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার। সোমবার (১৭ জানুয়ারী) বেলা ২টার দিকে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের টিকা কেন্দ্রে এ ঘটনা ঘটে। এব্যাপারে সহকারী প্রধান শিক্ষক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল থেকে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের কোভিড এর টিকা প্রদানের কার্যক্রম চলছিল। এসময় বাবু সরদার কয়েকজন বহিরাগতকে নিয়ে টিকা কেন্দ্রের ভেতরে ঢুকে তাদের টিকা নিয়ে চলে যান। পরবর্তীতে তিনি আরও কয়েকজনকে নিয়ে এসে টিকা দিতে কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। বিষয়টি নজরে আসে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শেখ সেলিম হোসেনের। এসময় তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবুকে বহিরাগতদের নিয়ে বাইরে যাওয়ার জন্য অনুরোধ করেন। এতে বাবু ক্ষিপ্ত হয়ে সহকারী প্রধান শিক্ষককে শারীরিক ভাবে লাঞ্ছিত করেন। সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেনকে বাবু সরদারের হাত থেকে উদ্ধার করেন অন্যান্য শিক্ষকবৃন্দ। এসময় টিকা কেন্দ্রের কার্যক্রম বন্ধ করার হুমকি প্রদান করেন বাবু। এছাড়া ওই শিক্ষক বিদ্যালয় থেকে বের হলে তাকে মারধরের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে জানতে মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদারের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
এবিষয়ে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আশেক মেহেদীর নিকট জানতে চাইলে তিনি বলেন, মৌতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিম হোসেনকে ধাক্কা দিয়েছে ও লাঞ্ছিত করেন।
কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক সরদার মাছুম বিল্লাহ জানান, ওসি সাহেবের নির্দেশে আমি ঘটনাস্থলে যাই। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বাবু সরদার সহকারী প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার সত্যতা পেয়েছি।