আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা-নেহালপুর-তেতুলডাঙ্গা দক্ষিণমাথা পর্যন্ত রাস্তা নির্মাণ কাজে অবৈধভাবে ভুগর্ভ থেকে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। উক্ত রাস্তায় প্রায় ৪০ থেকে ৪৫ হাজার ফুট বালির প্রয়োজন। এত বালি এখান থেকে উত্তোলন করলে রাস্তাসহ আশে পাশের বাড়ি ঘর ধ্বসে বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে বলে এলাকাবাসী দাবি করেছেন। অবিলম্বে তারা অবৈধভাবে বালি উত্তোলন বন্ধের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ধুলিহর ইউনিয়নের তেতুলডাঙ্গা দক্ষিণমাথা হতে নেহালপুর সাইফুলের নার্সিং পয়েন্ট পর্যন্ত আড়াই কিলোমিটার রাস্তায় ইটের সোলিং কাজের জন্য ১ কোটি ১৩ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়। সোলিংয়ের পূর্বে রাস্তায় ৮ ইঞ্চি পুরু ফিলিং বালি ভরাটের জন্য প্রতি ফুট ১১ টাকা বরাদ্দ রয়েছে। কিন্তু ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিপ্লব কুমার রাস্তার একেবারে পাশ হতেই ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে ভূগর্ভ হতে বালু উত্তোলন করে ভরাট করছেন। এতে করে ভবিষ্যতে রাস্তাসহ আশে পাশের বাড়িঘর মারাত্মক হুমকির মুখে পতিত হবে বলে ধারনা করছেন এলাকাবাসী। এছাড়া ওই বালি ভরাটের জন্য জনৈক আব্দুল্লাহ’র কাছ থেকে মাত্র সাড়ে ৪ টাকা ফুট হিসেবে বালু নিচ্ছেন মেম্বর বিপ্লব।
এদিকে, রাস্তায় বালি-পানি একত্রে ভরাটের পর ওই রাস্তাদিয়ে চলাচল অনুপোযোগী হয়ে পড়েছে। বালি-পানি ভরাটের কারনে অত্র অঞ্চলের প্রায় ৫টি গ্রামের মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।