![InShot_20221203_220300916](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/12/InShot_20221203_220300916.jpg)
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরায় পুলিশের অভিযানে আমদানী নিষিদ্ধ ভারতীয় ৯ হাজার পিচ ট্যাপেনটাডল নামক নেশা জাতীয় ট্যাবলেটসহ দুই যুবককে আটক করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় শহরের নিউমার্কেটস্থ খান মার্কেটের সাতক্ষীরা ড্রাগ হাউজ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, পুরাতন সাতক্ষীরা এলাকার সুভাষ দেবনাথের ছেলে রাজ দেবনাথ ও মাছখোলা ক্লাব মোড় এলাকার মৃত আলী আহাম্মদের ছেলে তরিকুজ্জামান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জিহাদ ফখরুল আলম খান জানান, দীর্ঘ দিন ধরে ওই দুই যুবক ঔষধ ব্যবসার আড়ালে সাতক্ষীরা ড্রগ হাউজে আমদানী নিষিদ্ধ ভারতীয় নেশা জাতীয় ট্যাবলেট ট্যাপেনটাডল বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি টিম সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করেন। তিনি আরও জানান, জব্দকৃত নেশা জাতীয় ওই ট্যাবলেটের মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। তিনি আরো জানান, এ ঘটনায় আটক দুই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।