আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: একটি দেশী পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলিসহ পুলিশ এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।
বৃহষ্পতিবার সাতক্ষীরা -যশোর সড়কের কিসমত ইলিশপুর মিস্ত্রী মোড়ের মোক্তারের দোকানের সামনে থেকে এসব উদ্ধার ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।
গ্রেপ্তরকৃতের নাম কামাল হোসেন, তিনি যশোর জেলার বেনাপোল থানার বালুন্ডা গ্রামের আবু ছিদ্দিকের ছেলে।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস জানান, গোপন খবরের ভিত্তিতে পুলিশ বৃহষ্পতিবার কলারোয়া উপজেলার কিসমত ইলিশপুর গ্রামের মিস্ত্রী মোড়ের মোক্তার হোসেনের দোকানের সামনে থেকে দাড়িয়ে থাকা এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে। এ সময় কামাল হোসেনের কাছে থাকা সাদা কাগজের প্যাকেটে মোড়ানো অবস্থায় একটি দেশী তৈরি পিস্তল, চার রাউন্ড রাইফেলের গুলি ও তিন রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কলারোয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। তাকে বৃহষ্পতিবার বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।