আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সরকারি নির্দেশনা বাস্তবায়নে করনীয় নির্ধারণে জেলা করোনা প্রতিরোধ কমিটি ও ব্যবসায়িক প্রতিনিধিদের মতবিনিময় সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত মিটিং এ উপস্থিত ছিলেন শপিং মল সত্ত্বাধিকারীসহ অন্যান্য অতিথিবৃন্দ।
সভার শুরুতে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা সবাইকে পড়ে শুনানো হয়। জেলার শপিংমলগুলোতে হাত ধোওয়া এবং স্যানিটাইজার এর পর্যাপ্ত ব্যবস্থা রাখা এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে আহবান জানান জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রতি দোকানে সিসিটিভি যুক্ত করতে হবে। সিভিল সার্জন সবাইকে ভিড় এড়িয়ে মাস্ক ব্যবহার করতে বলেন। সভান্তে, সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত সিদ্ধান্ত গৃহীত হয়;
১। সকল ব্যবসায়ীকে ভিড় নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক নিয়োগ করতে হবে।
২। প্রত্যেক দোকানদারকে মাস্ক এবং গ্লোভস পরিধান করতে হবে।
৩। দোকানের সামনে সামাজিক দূরত্ব নিয়ন্ত্রণে বৃত্ত একে দিতে হবে।
৪। শপিং মলের ভিতরে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।
৫। মূল্য তালিকা টানাতে হবে এবং একদাম লিখা থাকতে হবে।
৬। মাছ বাজারের খুচরা বিক্রেতাদের ফুড গোডাউনের পাশে স্থানান্তর করতে হবে।
৭। ৫ ফুট অন্তর দোকান বসাতে হবে।
৮। বাজারে সকল ক্রেতাকে খোলা ছাতা ব্যবহার করতে হবে।