![InShot_20220809_211829341](https://banglaexpressonline.com/wp-content/uploads/2022/08/InShot_20220809_211829341-scaled.jpg)
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানকে বৃদ্ধাগুলি দেখিয়ে কলারোয়া উপজেলার ১১নং দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা বাবুলের ঘেরে দিনে দুপুরে প্রকাশ্যেই চলছে জুয়ার আসর। সাথে চলছে মাদক বিক্রি।
এ জুয়ার আসরে দূর-দূরন্ত থেকে লোক সমাগম হচ্ছে। খুলনা, যশোর ও সাতক্ষীরার কালীগঞ্জ, শ্যামনগর, আশাশুনিসহ বিভিন্ন জায়গা থেকে জুয়াড়ীরা এসে খেলায় অংশগ্রহণ করছে। এ ঘটনায় স্থানীয় এলাকাবাসীসহ সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে অতিবিলম্বে জুয়ার আসর ভেঙে গুড়িয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযোগ উঠেছে, দেয়াড়া ইউনিয়নের কাশিয়াডাঙ্গা গ্রামের বিএনপি নেতা ফজলা মোড়লের ছেলে রেজাউল করিম, পুটুলিয়া গ্রামের নিতাই ঘোষের ছেলে সনাতন ঘোষ, আনিছুর রহমান, ঝিকরগাছা উপজেলার মটসিয়া গ্রামের আব্দুল আলিমের নেতৃত্বে চলেছে রমরমা জুয়ার আসর। পাশাপাশি মাদক (মদ, গাজা, ইয়াবা) বিক্রি ও মাদক সেবন চলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, এখানে খেলতে আসা বেশিরভাগই উচ্চবিত্ত শ্রেণির মানুষ। দূর দূরান্ত থেকে বিত্তশালী বহিরাগতদের নিয়ে দিনের বেলায় লক্ষ লক্ষ টাকার বাঁজি ধরে তাসের আড্ডা বসিয়ে চলছে বাণিজ্য। আর রাতে চলছে ছোট জুয়া। সেই সাথে চলছে মাদক সেবনের মহোৎসব নাম প্রকাশ্যে অনিচ্ছুক খেলতে আসা এক জুয়াড়ি জানান, কয়েকজন প্রভাবশালী নেতা ও খোর্দো ফাড়ির এসআই ফিরোজকে ম্যানেজ করে খেলা চলছে বলে এলাকাবাসির অভিযোগ। স্থানীয় এলাকাবাসী ও সচেতন মহলের ব্যক্তিরা জানান, প্রকাশ্যেই দিনে দুপুরে জুয়ার আসর চললেও পাশেই খোর্দো ফাঁড়ি তাদের কোন তৎপরতা দেখছিনা। ইদানিং দেখা যাচ্ছে, এই জুয়ার বোর্ডের আসরগুলোতে নামি-দামি মোটরসাইকেল ও প্রাইভেটকার নিয়ে যুবকদের আনাগোনা আগের চেয়ে অনেক বেশি। গভীর রাত পর্যন্ত এ জুয়ার আড্ডায় দেখা যাচ্ছে। এসবের কারণে এলাকার চুরি ছিনতাই মাদক সেবনসহ বিভিন্ন অপরাধ সংক্রান্ত কার্যক্রম বেড়েই চলছে। এমনভাবে চলতে থাকলে যুবসমাজ ধ্বংসের পথে চলে যাবে। এ জুয়ার কারণে পারিবারিকভাবে বহু পরিবারের মাঝে অশান্তি বিরাজ করছে।
কাশিয়াডাঙ্গা গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যাক্তি জানান, এখানে জুয়ার বিরুদ্ধে কথা বললে আমাদের বিভিন্নভাবে হুমকি ও পুলিশের ভয় দেখায় কতিপয় ব্যক্তিদ্ধয়।
এবিষয়ে সাতক্ষীরা পুলিশ সুপারের আশু হস্তক্ষেপ কামনা করে অতিবিলম্বে এ জুয়ার আসর বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।