আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারণে দেশ যখন লকডাউনের কবলে পড়ে সরকারি অফিসগুলো বন্ধ থাকার সুযোগে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা বাজারে গণহারে সড়ক ও জনপথ বিভাগের পরিত্যক্ত জায়গাগুলো মাটি ভরাট করে অবৈধভাবে দখলে নিতে মহোৎসব চলছে। তাছাড়া নিয়মবহির্ভূতভাবে গণহারে পাকা দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে।
শুধু তাই নয়, একের পর এক সরকারি জমি দখল করে আসলেও প্রশাসন নীরব থাকায় এলাকাবাসী ও সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। এদিকে প্রশাসনের সঠিক নজরদারী না থাকার ফলে প্রভাবশালীরা সরকারি জমিগুলো দখল করে নিচ্ছেন বলেও অভিযোগ করেন এলাকাবাসী। যার ফলে তারা এসব অবৈধ কাজ করে পার পেয়ে যাচ্ছেন এবং সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছেন। অভিযোগ রয়েছে এসকল অসাধু ব্যবসায়ী তাছাড়া বাজারের ভাংড়াখাল সংলগ্ন স্থানে মহাসড়কের জায়গায় সামনে টিন দিয়ে ঘিরে ভিতরে কয়েকজন শ্রমিক দিয়ে তড়িঘড়ি করে কয়েকটি পাকা দোকানঘর নির্মাণ করতে দেখা যায়। জানা গেছে, ঝাউডাঙ্গার ফারুক, আসাদ, বকুল, বাবুসহ বেশ কয়েকজন এসকল জায়গায় পাকা দোকান ঘর নির্মাণ করেছে।
তবে অভিযুক্ত ব্যক্তিদের কাছে জায়গার ডিসিআর, নির্মাণ ও সংস্কারের আবেদনেরসহ সড়ক ও জনপথ বিভাগের কোনো অনুমতি নেননি বলে জানান।
এবিষয়ে সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ জানান, বিষয়টি আমি অবহিত নই। যদি সেটি সড়ক ও জনপথ বিভাগের জায়গায় পাকা দোকান নির্মাণ হয়ে থাকে সেটি দেখে আইনি প্রক্রিয়ায় ভেঙে দেওয়া হবে।