আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ সাতক্ষীরা শহরের রসুলপুর এলকা থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, ৬ রাউন্ড গুলি ও ৬ টি দেশীয় অস্ত্রসহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব।
বুধবার বিকালে রসুলপুর খাঁ পাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃতের নাম আলিফ খান (২৩)। তিনি সাতক্ষীরা শহরের ছেলে রসুলপুর খাঁ পাড়া এলাকার আলাউদ্দীন খানের ছেলে।
র্যা ব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এম রিফাত বিন আসাদ জানান, সাতক্ষীরা শহরের রসুলপুর খাঁ পাড়াস্থ জনৈক আলাউদ্দীন খান এর বসত বাড়িতে প্রচুর পরিমানে মাদক রয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যা বের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে পালানোর চেষ্টাকালে আলাউদ্দীন খানের ছেলে আলিফ খানকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে দুটি ওয়ান শুটার গান, একটি পাইপ গান, ৬ রাউন্ড শর্টগানের গুলি, দুটি চাপাতি, দুটি হাসুয়া ও দুটি চাকু জব্দ করা হয়।
র্যা বের এই কর্মকর্তা আরো জানান, আটক আলিফ খানের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্ত করা হয়েছে।